৪৮ ঘণ্টার মধ্যে হাওড়ার ডোমজুড়ে ব্যাঙ্ক কর্মী পার্থ চক্রবর্তী খুনের কিনারা করল পুলিশ। কিন্তু কীভাবে খুলল রহস্যের জট? রাঘবপুরে পার্থর মুণ্ডহীন দেহাংশ যে বস্তা থেকে উদ্ধার হয়, তার ভিতরে প্রচুর ছিট্ কাপড়ের টুকরো মেলে। ওই কাপড়ের টুকরোয় লাগানো ট্যাগ থেকে মেলে সূত্র। তদন্তে নেমে পুলিশ খোঁজ করতে শুরু করে, ওই এলাকায় কে বা কারা ছিট্ কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। তখনই উঠে আসে শেখ সামসুদ্দিনের নাম। জানা যায়, ওই যুবক ছিট্ কাপড়ের ব্যবসা করে। এরপরই পুলিশ খোঁজ নিতে শুরু করে ওই এলাকায় ঋণের কিস্তির টাকা কারা বাকি রেখেছে। দেখা যায়, ঋণের বেশ কয়েকটি কিস্তির টাকা বাকি রেখেছে সামসুদ্দিন নামে ওই যুবক। এইসমস্ত সূত্র মিলিয়েই শেষপর্যন্ত আততায়ীর সন্ধান পায় পুলিশ।
Howrah Train: এবার থেকে চকচকে থাকবে ট্রেনের বালিশ-কম্বল, যাত্রীদের জন্য থাকছে এই বিশেষ ব্যবস্থা
Bangladesh News: চোখেমুখে আতঙ্কের ছাপ, প্রাণ বাঁচাতে এপারে; ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন একাধিক বাংলাদেশি !
"কৌশলী দেওয়াল তুলতে শেখেননি কখনও, লড়াইয়ের সাহসটা আসত সততা থেকে", পঙ্কজ দত্তের প্রয়াণে স্মৃতিমেদুর সুমন দে
Vaibhav Suryavanshi: বিশ্বরেকর্ড ভাঙবে, কথা দিয়েছিল কোচকে, IPL- এ ইতিহাসগড়া বৈভবের ধ্যান-জ্ঞান ব্যাটিং আর চিকেন!