Bangladesh: বাংলাদেশে গ্রেফতার সন্ন্য়াসী, কলকাতায় বিক্ষোভ, মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
ABP Ananda Live: বাংলাদেশে গ্রেফতার সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস, প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ। পার্ক সার্কাস ও বাঘাযতীনে বিক্ষোভ। মিছিলে পা মেলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
আরও খবর, 'অপরাজিতা' বিলকে আইনে পরিণত করতে প্রাইভেট মেম্বার বিল আনার হুঙ্কার অভিষেকের। 'বিধানসভায় অপরাজিতা বিল পাস করেছে রাজ্য সরকার। ২ মাস ধরে আছে রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পড়ে রয়েছে। অপরাজিতা বিল আইনে পরিণত না হলে প্রাইভেট মেম্বার বিল আনব', আমতলায় ডক্টর্স কনভেনশনে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'পুলিশ কমিশনার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বদল হলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে?' আমতলায় ডক্টর্স কনভেনশনে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে প্রতিবাদ, মিছিল চলছে এখনও। সেই আবহে বাংলাদেশে গ্রেফতার আরও এক সন্ন্যাসী। এবার চট্টগ্রাম থেকে গ্রেফতার হলেন সন্ন্যাসী শ্যামদাস প্রভু। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।