Bangladesh : বিদ্বেষের আগুনে পুড়ছে বাংলাদেশ। সল্টলেকে বিক্ষোভ। পোড়ানো হয় ঢাকাই জামদানি শাড়ি
ABP Ananda LIVE : বিদ্বেষের আগুনে পুড়ছে বাংলাদেশ। হিন্দুদের ওপর চলছে নির্মম অত্যাচার। একের পর এক মন্দিরে ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগ। মৌলবাদীদের হাতে নির্মম অত্যাচারের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা। এই পরিস্থিতিতে প্রতিবাদে এবং ধৃত সন্ন্যাসীর মুক্তির দাবিতে গর্জে উঠেছেন এপারের বাসিন্দারা। সল্টলেকের করুণাময়ীতে আন্তর্জাতিক বাস টার্মিনাসে শনিবার ঢাকাগামী বাসের সামনে বিক্ষোভ দেখায় বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। বাসে লাগিয়ে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকা। পাশাপাশি, পোড়ানো হয় ঢাকাই জামদানি।
বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি! ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীর। 'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে', সোশাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের