(Source: ECI/ABP News/ABP Majha)
Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, নতুন করে সংঘর্ষে মৃত্যু ২৩ জনের। ABP Ananda Live
Bangladesh News: ফের অশান্ত বাংলাদেশ, নতুন করে সংঘর্ষে মৃত্যু ২৩ জনের। সংরক্ষণ-বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের দাবি আন্দোলনকারীদের। বাংলাদেশে নতুন করে সংঘর্ষে মৃত্যু ২৩ জনের, আহত অন্তত ১২ জন। ফের আন্দোলনের নামে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা দেশে, মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর।
আরও খবর,
এর আগে রাষ্ট্রপতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে দেশজুড়ে ধিকৃত হন মন্ত্রী অখিল গিরি। কী বলেছিলেন কারামন্ত্রী, শুনুন। রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির কুকথার জন্য ক্ষমাও চাইতে হয় খোদ মুখ্যমন্ত্রীকে। কারামন্ত্রী অখিল গিরির হুমকির পর, তাজপুরে বন দফতরের এলাকায় নজরদারি বাড়ানো হল। পুরো এলাকা ঘিরে রেখেছেন বন দফতরের কর্মীরা। সাধারণের প্রবেশ নিষেধ। এমনকী, বন দফতরের জমি জবরদখলে অভিযুক্ত ব্যবসায়ীদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। সকালে ঘটনাস্থলে যান ডিএফও। বন দফতরের জমি জবরদখল করে দোকান তৈরির অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে। সরকারি নির্দেশ মেনে উচ্ছেদ অভিযানে যাওয়া মহিলা রেঞ্জ অফিসারকে কুুরুচিকর ভাষায় আক্রমণ এমনকী, পেটানোর হুমকি দেন মন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি।