PAN 2.0 Update: আসছে নতুন প্যান কার্ড, প্যান ২.০ সম্পর্কে জেনে নিন বিস্তারিত
ABP Ananda Live: কেন্দ্রীয় সরকার প্যান কার্ডের (PAN Card) ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা PAN 2.0 প্রকল্প অনুমোদন করেছে। এই নতুন ব্যবস্থায় প্যান কার্ডে QR কোড থাকবে, যা আরও বেশি নিরাপদ এবং আধুনিক পরিষেবা দেবে। এর মাধ্যমে প্যান কার্ডকে একটি সাধারণ ব্যবসায়িক পরিচয়পত্র হিসেবে আরও গ্রহণযোগ্য করে তোলা হবে। QR কোড সংযুক্ত প্যান কার্ড প্রতারণা (Fraud) রোধ করবে এবং ব্যবসায়িক কাজে আরও কার্যকরী হবে বলেই আশা সরকারের। QR কোডের মাধ্যমে প্যান কার্ডের তথ্য যাচাই অনেক দ্রুত এবং সুরক্ষিতভাবে করা যাবে। ভারত সরকার 1,435 কোটি টাকা খরচ করে এই প্রকল্প বাস্তবায়িত করবে। এর মাধ্যমে প্যান কার্ডকে একটি সাধারণ ব্যবসায়িক পরিচয়পত্র হিসেবে আরও গ্রহণযোগ্য করে তোলা হবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নতুন সিস্টেম করদাতাদের ডিজিটাল অভিজ্ঞতা উন্নত করবে। এটি একটি বড় ডিজিটাল মাইলফলক হতে চলেছে, যা ভবিষ্যতে ব্যবসা ও করদাতাদের জন্য আরও সহজ এবং কার্যকরী হবে।