Budget 2024: বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য | ABP Ananda Live
ABP Ananda Live : আজ তৃতীয় মোদি (Modi) সরকারের প্রথম বাজেট। টানা ৭বার বাজেট বেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে সপ্তমবার বাজেট পেশ করছেন নির্মলা সীতারামণ। বন্যা (flood) নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য ।'বিহারে সেচ এবং বন্যার জন্য মানুষ অসুবিধায় পড়ে '। 'এরজন্য ১১হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল'। 'কোশী নদীর বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্প তৈরি করা হল'। 'অসমের বন্যা নিয়ন্ত্রণেও সাহায্য করা হবে', ঘোষণা অর্থমন্ত্রীর। কেন্দ্রীয় বাজেটে (Budget 2024) বিহারের পর্যটনেও বিশেষ নজর । 'পর্যটন শিল্প আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ'। 'রাজগীরের উষ্ণ প্রসবণের উন্নতি করা হবে'। 'পর্যটন কেন্দ্র হিসাবে নালন্দার উন্নতি করা হবে'।






















