Budget 2025: বাজেট পেশ নির্মলার, এক নজরে দেখে নিন কোন কোন জিনিসের দাম বাড়ল, কীসের দাম কমল
ABP Ananda LIVE : 'ভারতীয় অর্থনীতি বিশ্বের মধ্যে দ্রুততম অর্থনীতি'। 'আমাদের লক্ষ্য সব কা বিকাশ'। 'গ্রামীণ অর্থনীতি ও উৎপাদন শিল্পের দিকে একযোগে নজর দেওয়া হবে'। 'করব্যবস্থা, শক্তি মন্ত্রক, নগরোন্নয়ন, কৃষিক্ষেত্রের মতো ৬টি ক্ষেত্রে সংস্কার'। সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কোন জিনিসের কমছে দাম ? কী হচ্ছে আরও দামি ? কী বলছে বাজেট সেশন ?
যদি কোনও ব্যক্তি 16 লক্ষ বছরে রোজগার করেন, তাহলে তিন 50,000 টাকা কর ছাড়ের সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে তার আয়কর ধার্যের পরিমাণ হবে 7.5 শতাংশ। একইভাবে কেউ 18 লক্ষ টাকা বছরে উপার্জন করলে সঞ্চয় থেকে 70,000 টাকা ছাড় পাবেন তিনি। এই ক্ষেত্রে তার কার্যকরী আয়করের পরিমাণ হবে 8.8 শতাংশ। কেউ যদি বছরে 20 লাখ উপার্জন করেন, সেই ক্ষেত্রে তিনি কর ছাড়ের সুবিধা হিসাবে 90,000 টাকা ছাড় পাবেন। তাকে 10 শতাংশ হারে ট্য়াক্স দিতে হবে। পাশাপাশি 25 লাখ টাকা আয়ের একজন ব্যক্তিকে 1,10,000 টাকা কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। তিনি সব মিলিয়ে 13.2 শতাংশ কর দেবেন । তবে কেউ যদি 50 লাখ টাকা বছরে আয় করেন, তাকে 21.6 শতাংশ হারে কর দিতে হবে। সেই ক্ষেত্রে তার কর ছাড়ের পরিমাণ হবে 1,10,000 টাকা।






















