এক্সপ্লোর
App Fraud: অ্যাপের মাধ্যমে চিটফাণ্ডের কায়দায় প্রতারণার ছক? গ্রেফতার ১
গার্ডেনরিচের পর আরও এক অ্যাপ-প্রতারণাচক্রের হদিশ । ফের অ্যাপ প্রতারণাচক্রের হদিশ, গ্রেফতার মূল পাণ্ডা । অ্যাপের মাধ্যমে চিটফাণ্ডের কায়দায় প্রতারণার ছক ? ‘ব্যাঙ্কের একবছরের সুদ একমাসে দেওয়ার টোপ’।৩২ কোটি টাকা লোপাটের অভিযোগ। ২০১৮ থেকে অ্যাপের মাধ্যমে টাকা তোলার অভিযোগ। ‘ভাল রিটার্নের টোপ দিয়ে তোলা হত টাকা’। ‘আরডিকিউ অল ইন ওয়ান’ অ্যাপের মাধ্যমে টাকা তোলার অভিযোগ। বাজার থেকে ৫০ কোটির বেশি টাকা তোলা অভিযোগ। অভিযুক্ত স্বর্ণেন্দু জানাকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও দেখুন






















