NIA: এবার বিস্ফোরক সরবরাহেও প্রভাবশালী যোগের অভিযোগ
বীরভূম বিস্ফোরককাণ্ডে গ্রেফতার, বৃহত্তর ষড়যন্ত্রের দাবি এনআইএ-র
'রাজ্য সরকারের লাইসেন্স নিয়ে বেআইনিভাবে বিস্ফোরক পাচার'
'যাদের লাইসেন্স নেই, তাদেরও সরবরাহ করা হয়েছে বিস্ফোরক'
বিস্ফোরককাণ্ডে ধৃতের ৫দিন হেফাজতে চেয়ে সওয়াল ইডির
'রাজ্য সরকারি কর্মীকে ধরেছে এনআইএ, পারিবারিক ব্যবসা'
পারিবারিক ব্যবসা, লাইসেন্স থাকার দাবি অভিযুক্তের আইনজীবীর
'অ্যামোনিয়াম নাইট্রেট বিক্রির লাইসেন্স আছে, কীভাবে ডিটোনেটর সরবরাহ?'
'পুরো মিষ্টির দোকানের লাইসেন্স আছে, অথচ কসমেটিক বিক্রি!'
'এর জন্য তো আলাদা লাইসেন্স লাগে, তদন্তে সহযোগিতা করুন'
অভিযুক্তের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারকের
পরিচয় লুকোতে বিস্ফোরক সরবরাহকারী কাজ করছিলেন বিকাশ ভবনে
এনআইএ তদন্তে বিস্ফোরক তথ্য
এবার বিস্ফোরক সরবরাহেও প্রভাবশালী যোগের অভিযোগ
গ্রেফতার করা হয়েছে ২ ব্যক্তিকে
সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মহম্মদ নুরুজ্জুমান
পরিচয় লুকোতে একজন কাজ করছিলেন বিকাশ ভবনে
প্রচুর পরিমাণে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই ২ জন, খবর সূত্রের
৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট সরবরাহের অভিযোগ
পুলিশের সাহায্যেও এই কাজ চলত কিনা খতিয়ে দেখা হচ্ছে
এবার বিস্ফোরক সরবরাহেও কি প্রভাবশালী যোগ? রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে NIA তল্লাশিতে মীর মহম্মদ নুরুজ্জুমান ও মোয়াজউদ্দিন নামে দুই ব্যক্তির গ্রেফতারিতে জোরাল হচ্ছে তেমনই জল্পনা। সূত্রের খবর, প্রভাবশালীদের সাহায্যেই দিনের পর দিন প্রচুর পরিমাণে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই ২ জন। পুলিশের সাহায্যেও এই কাজ চলত কিনা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, NIA গ্রেফতারি এড়াতে বিকাশ ভাবনে সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মহম্মদ নুরুজ্জুমান।
NIC প্রজেক্টে কাজ করছিলেন তিনি। সূত্রের খবর, ৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট সাপ্লাই করেছিল এরা। এত পরিমানে বিস্ফোরক উদ্ধারের পরও কেন এরা ধরা পড়েনি উত্তর খুঁজছে NIA.