এক্সপ্লোর
10tay 10Dik : মালদায় বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর, ভাঙল দরজার কাচ, ক্ষতিগ্রস্ত জানলাও
যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই মালদায় আক্রান্ত হল হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ছোড়া হল পাথর। ভাঙল C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত ট্রেনের জানলাও। এই ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি, কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার তদন্ত কমিটি গঠন করেছেন। কত দূর থেকে পাথর ছোড়া হয়েছিল, এই ঘটনায় কারা যুক্ত, তা নিয়ে তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকরা।
জেলার
বাটার ফ্রুট কেক থেকে রিচ পাম কেক, বড়দিনের কেকের পসরা নিয়ে হাজির মিও আমোরে
আরও দেখুন



















