JOB Protest: নিয়োগের দাবি, বিধায়কদের হস্টেলের সামনে ২০১৬-র SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
SLST Job Seekers Protest: নিয়োগের দাবিতে কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলের সামনে ২০১৬-র SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বিধানসভায় যাওয়ার পথে আটকে পড়েন বিধায়করা। বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে অযোগ্য প্রার্থীদের নিয়ে। অথচ যোগ্য প্রার্থীদের নিয়োগ নিয়ে বিধানসভায় চুপ বিধায়করা। আজই বিধানসভায় নিয়োগের কথা তুলতে হবে, এই দাবিতে MLA হস্টেলের গেটের সামনে বসে পড়েন SLST চাকরিপ্রার্থীরা। টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে তাঁদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। চাকরিপ্রার্থীদের সঙ্গে আছি, জানান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। অন্যদিকে, মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ৮৭১ দিনে পড়েছে নবম থেকে দ্বাদশ ২০১৬-র SLST চাকরিপ্রার্থীদের ধর্না।

















