7tae Bangla: চোর ধরো, জেল ভরো স্লোগান তুলে ফের রাজপথে বামেরা
অযোগ্যদের সরিয়ে যোগ্যদের চাকরি দিতেই হবে, কোর্টের নির্দেশের পরেই ত্রিপাক্ষিক বৈঠক। নবম-দশমে কত ভুয়ো নিয়োগ? হাইকোর্টের নির্দেশের পরেই ত্রিপাক্ষিক বৈঠক। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে বৈঠকে মামলাকারীদের আইনজীবী। এক সপ্তাহের মধ্যে বৈঠক বসতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ‘অযোগ্যদের সনাক্ত করলেই আগামী সপ্তাহে চাকরি বাতিল’। অযোগ্যদের শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগের নির্দেশ হাইকোর্টের।
SSC দুর্নীতিকাণ্ডে আজ শান্তিপ্রসাদ সিন্হা ও দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-কে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে। নবম-দশম শ্রেণির সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা। তাঁকে গ্রুপ সি মামলায় গ্রেফতার করে সিবিআই। অন্যদিকে, গ্রুপ সি মামলায় গ্রেফতার হওয়া দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং রয়েছেন জেল হেফাজতে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে কোন কোন প্রভাবশালী জড়িত, কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলত, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তিনজনকেই ফের জেরা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিবিআই।
চোর ধরো, জেল ভরো স্লোগান তুলে ফের রাজপথে বামেরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বাম ছাত্র-যুব সংগঠনের মিছিল। রায়গঞ্জেও বাম মিছিলে তুলকালাম। শিলিগুড়ি মোড় থেকে ডিএম অফিস অভিযানে ধুন্ধুমার। পুলিশের জলকামান।