Justice Abhijit Ganguly: 'যাঁদের লেলিয়ে দেওয়া হল তাঁরা ভারতবর্ষের নাগরিক তো?', মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রেশন দুর্নীতি তদন্তে শুক্রবার সকালে সন্দেশখালিতে (Sandeshkhali) তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছেছিলেন ইডি (ED) আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু তল্লাশি দূর, তৃণমূল নেতার অনুগামীদের হাতে মার খেয়ে রক্তাক্ত হয়ে পালাতে হল তাঁদের। মার খেয়েছেন সাংবাদিকরাও। কারা মারলেন? উন্মত্ত জনতার ভিড়ে কারা ছিলেন? তাঁদের পরিচয় ঠিক কী? সেই প্রশ্ন যখন উঠছে। তখনই হামলাকারীদের পরিচয় নিয়ে একটি মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এদিন রাতে তিনি প্রশ্ন তোলেন, 'যাঁদের লেলিয়ে দেওয়া হল তাঁরা ভারতবর্ষের নাগরিক তো? তাঁরা অন্য করে জায়গা থেকে নৌকা করে এখানে ঢোকেননি তো? কারা করেছেন ঘটনাটা?' তিনি আরও বলেন, 'যদি উপযুক্ত তদন্ত হয় আমার ধারণা পুরো সত্যটা বেরিয়ে আসবে এবং কারা কাকে আশ্রয় দিচ্ছে তা জানা যাবে।'