Abhishek Banerjee: লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের উপর বক্তব্য রাখতে, নরওয়েতে আমন্ত্রণ অভিষেককে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের উপর বক্তব্য রাখতে, নরওয়েতে আমন্ত্রণ জানানো হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভারতের নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জের লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন শাখার তরফে একটি এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ১৭ থেকে ২২ নভেম্বর, ওসলোতে এই অনুষ্ঠান হবে। সেখানেই আমন্ত্রণ জানানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়ে দূতাবাসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে বলা হয়েছে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়ে মত বিনিময়ের জন্য, ভারতীয় সাংসদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রিতরা নরওয়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, তাঁদের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সঙ্গে মত বিনিময় করবেন।
আরও খবর...
এখনও বিচার না মেলায়, চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার ৩ মাস পার, ফের রাস্তায় নামলেন জুনিয়র চিকিৎসকরা। সামিল হলেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। কারও হাতে থাকল চোখ বাঁধা ন্যায়ের প্রতীক, তো কারও হাতে থাকল জাতীয় পতাকা।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য আশঙ্কা উপকূলের তিন জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। নভেম্বরের মাঝামাঝি কমবে তাপমাত্রা। শীতের আমেজ অনুভূত হবে রাজ্যজুড়ে। বইতে শুরু করবে উত্তুরে হাওয়া। আগামী ৭ দিন আবহাওয়া শুকনো থাকবে। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে উপকূলবর্তী ৩ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় হতে পারে।এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।