Headlines 21 July : হাওড়া থেকে শিয়ালদা, ভোর থেকেই ধর্মতলামুখী জনস্রোত : ABP Ananda
১। আজ তৃণমূলের একুশে জুলাই। ভোর থেকেই ভিড় ধর্মতলায়। বন্ধ এস এন ব্যানার্জি রোড। একুশের সমাবেশে যাওয়ার আগে কালীঘাটে নেত্রীকে দেখতে লম্বা লাইন।
২। বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে ধর্মতলায় ঢুকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হয়েছে ভিভিআইপি গেট। বন্ধ বেন্টিঙ্ক স্ট্রিট। রাস্তায় গার্ড রেল বসিয়ে ব্যারিকেড। দেখাতে হচ্ছে সচিত্র পরিচয়পত্র।
৩। হাওড়া থেকে শিয়ালদা, ভোর থেকেই ধর্মতলামুখী জনস্রোত। লঞ্চে গঙ্গা পেরিয়ে ফেয়ারলি প্লেস দিয়ে দলে দলে ঢুকছেন কর্মী-সমর্থকরা। রাস্তায় তৃণমূলের লাগানো জায়ান্ট স্ক্রিনে এবিপি আনন্দ।
৪। সমাবেশের আগেই রঙিন কলকাতা। স্বেচ্ছাসেবকদের পরানো হল বিশেষ পোশাক। শিয়ালদা জুড়ে ঢাকের বোল। দত্তাবাদে মুখোশ পরে শাঁখ বাজিয়ে মিছিল।
৫। সমাবেশের আগে খাওয়া-দাওয়া। মেয়ো রোডে মেনুতে মাংস-ভাত, ডাল-ছ্যাঁচড়া। ডোরিনা ক্রসিংয়ে আয়োজন বিরিয়ানির। শিয়ালদায় আয়োজন খিচুড়ির।