Birbhum: কর্তব্যরত নার্সের 'শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার বীরভূমের (Bibrhum) ইলামবাজারে কর্তব্যরত নার্সের 'শ্লীলতাহানি'। রোগীর বিরুদ্ধে শ্লীলতাহানি ও গালিগালাজের অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে ইলামবাজার থানার পুলিশ।
আর জি কর-কাণ্ডে (R G Kar News) তোলপাড়ের মধ্য়েই বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্য়রত নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক রোগীর বিরুদ্ধে। গতকাল রাত আটটা নাগাদ জ্বর নিয়ে ভর্তি হয় শেখ আবাসউদ্দিন নামে এক ব্য়ক্তি। অভিযোগ, চিকিৎসা করতে গেলে নার্সের শ্লীলতাহানি করে আবাসউদ্দিন। এমনকী কর্তব্য়রত নার্সকে গালিগালাজ করে বলেও অভিযোগ। অভিযোগকারিণী অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ইলামবাজার থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে আজ সকাল ৯টায় মিছিলের ডাক দিয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নিরাপত্তা না পেলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
আরও খবর..
মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসক-পড়ুয়াদের বিক্ষোভ চলছে। মুস্তাফিজুর রহমান সহ টিএমসিপির বেশ কয়েকজন সদস্যের কলেজ ক্যাম্পাসে ঢোকা বন্ধের দাবিতে অনড় জুনিয়ার চিকিৎসকরা। সমস্যার সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।
আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুনের পর, সেমিনার হলে যাঁরা গেছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। ভাইরাল ছবি দেখে এমনটাই সন্দেহ ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের। যদিও সেদিন তিনি আর জি কর মেডিক্য়াল কলেজে গেলেও, সেমিনার হলে যাননি বলে দাবি বর্ধমান মেডিক্যালের সিনিয়র রেসিডেন্ট ডক্টরের বিরূপাক্ষ বিশ্বাসের। পুলিশ অকূস্থলের গোটা ছবি না দেখিয়ে আংশিক কেন দেখাল, এই প্রশ্ন কিন্তু উঠছে নানা মহলে।