Air India Experience: এয়ার ইন্ডিয়ার 'তিক্ত' অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন, জলপাইগুড়ির বাসিন্দা শঙ্কর ভট্টাচার্য
ABP Ananda LIVE : আমদাবাদে বিমান দুর্ঘটনার পর, পদে পদে প্রশ্ন উঠতে শুরু করেছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে। কখনও বিমানের ভিতরে এসি কাজ করছে না বলে অভিযোগ করছেন যাত্রীরা, কখনও সিট বেল্ট পর্যন্ত আটকানো যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। আর এরই মধ্যে, এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁর দুর্বিষহ অভিজ্ঞতার কথা শোনালেন জলপাইগুড়ির বাসিন্দা অসমে নুন প্রস্তুতকারক সংস্থার কর্মী। দুর্ঘটনার ঠিক কয়েক দিন আগে, এয়ার ইন্ডিয়ার বিমানে আমদাবাদ যেতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা শোনালেন শঙ্কর ভট্টাচার্য। সম্প্রতি Air India তে যাতায়াত করে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। আমদাবাদে বিমান দুর্ঘটনার আগেই ৮ তারিখে তিনি দিল্লি থেকে Air India তে করে কলকাতা আসেন। শুধু শঙ্কর ভট্টাচার্য নন Air India বিমানের আবস্থা নিয়ে মুখ খুলেছেন অনেকেই।



















