Acropolis Fire:ফায়ার ইঞ্জিনিয়ার বা অপারেটর থাকার কথা,তা অধিকাংশ শপিং মলেই থাকে না, দাবি ইঞ্জিনিয়ারের
ABP Anannda LIVE: কলকাতায় (kolkata)ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। ব্য়স্ত সময়ে কসবার অ্য়াক্রোপলিস মলে অগ্নিকাণ্ডে (Acropolis Mall Fire)আতঙ্ক ছড়াল। অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে। বিধি মেনেই ফায়ার লাইসেন্স মিলেছে। কিন্তু যে ফায়ার ইঞ্জিনিয়ার বা ফায়ার অপারেটর থাকার কথা, তা অধিকাংশ শপিং মলেই থাকে না। অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের পর, এমনই দাবি করলেন ওই বহুতল তৈরির সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার।
NEET-দুর্নীতির অভিযোগে বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে নোটিস জারি করল সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ। ২৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৬৩ জনকে গ্রেস মার্ক। ৭২০-র মধ্যে ৭২০ পেয়ে প্রথম স্থানে ৬৭ জন। প্রশ্ন ফাঁসের পাশাপাশি, উঠেছে পরীক্ষায় কারচুপির অভিযোগ। ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা NEET-এর ফল প্রকাশের পরই তুঙ্গে উঠেছে বিতর্ক। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে জমা পডেছে একাধিক আবেদন। শুক্রবার সেই সব আবেদনের শুনানি হয় বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চে। NTA এবং অন্য আদালতে মামলাকারীদের নোটিস জারি করে সর্বোচ্চ আদালতের নির্দেশ, ২ সপ্তাহের মধ্যে দিতে হবে উত্তর। গত ৪ জুন, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন NEET-এর ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা NTA. তারপরই দানা বাঁধে বিতর্ক।সুপ্রিম কোর্ট সহ একাধিক হাইকোর্টে দায়ের হয় মামলা।