District News :স্বাস্থ্যসাথী কার্ডে টাকা না থাকার যুক্তি দেখিয়ে নার্সিংহোমে রোগীর পরিবারকে মারধরের অভিযোগ কাঁকসায়
রোগীর পরিবারকে মারধরের অভিযোগ উঠল নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। কাঁকসার রাজবাঁধে একটি নার্সিংহোমের ঘটনা। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে রাজবাঁধ বাসষ্ট্যান্ড এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। রোগীর পরিবারের অভিযোগ স্বাস্থ্যসাথীর কার্ডে রিতা চৌধুরী নামের ওই রোগীকে ভর্তি করা হয় রাজবাঁধে বেসরকারি নার্সিংহোমে। কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করার কথা বলা হয়। এরপর বিল মেটানোর সময়ে সমস্যা বাঁধে। পরিবারের অভিযোগ, কার্ডে কোনও টাকা নেই এই অভিযোগে দীর্ঘক্ষণ রোগীকে আটকে রাখা হয়। রোগীর পরিবারের সদস্যরা রোগীকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করার জন্য জোর করলে নার্সিংহোম কর্তৃপক্ষ দলবল নিয়ে রোগীর পরিবারের ওপর চড়াও হয় বলেই জানিয়েছে রোগীর পরিবার। মারধরে রোগীর পরিবারের ৭ জন আহত হয়েছে বলে দাবি জানিয়েছে তাঁরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বরূপ কুমার খাঁ জানিয়েছেন, রোগীগে ছাড়তে ঘণ্টা দুয়েক বেশি সময় লেগেছে। এই কারণে রোগীর পরিবারের সদস্যরাই কর্মীদের ওপড় চড়াও হয়। তবে ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। কাঁকসা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন নারসিংহোম কর্তৃপক্ষ।