BJP: টেন্ডার পাইয়ে দেওয়ার নামে দেড় কোটিরও বেশি প্রতারণা, তমলুকে বিজেপির রাজ্য সম্পাদক গ্রেফতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অসমে কম্বল-'প্রতারণা', তমলুকে বিজেপির রাজ্য সম্পাদক গ্রেফতার । ১ কোটি ৬০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার নবারুণ নায়েক । টেন্ডার পাইয়ে দেওয়ার নামে দেড় কোটিরও বেশি প্রতারণার অভিযোগ। অসমে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার । 'বোড়োল্যান্ডে কম্বল সরবরাহের জন্য ৩৯ কোটি ৬০ লক্ষ টাকার টেন্ডার' । নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ । তমলুক থানায় অভিযোগ দায়ের হাইল্যান্ড পার্কের বাসিন্দা বিশ্বজিৎ দত্তের । বিজেপি নেতা নবারুণ, স্ত্রী তনুশ্রী-সহ ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের । '৩৯ কোটি ৬০ লক্ষ টাকার টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কমিশন আদায়' । 'কমিশনের টাকা দেওয়ার পর থেকেই বিজেপি নেতার ফোন বন্ধ'। টেন্ডারের নামে নথি জাল করে কমিশনের টাকা হাতানোর অভিযোগ । কেউ অপরাধ করলে শাস্তি হবে, দাবি স্থানীয় বিজেপির নেতৃত্বের
আরও খবর..
ইডির মামলায় জামিন পেলেও, সিবিআই হেফাজতে শান্তনু । নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে বহিষ্কৃত তৃণমূল নেতা । ২৯ নভেম্বর পর্যন্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সিবিআই হেফাজত। পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়েরও সিবিআই হেফাজত। ২৮ নভেম্বর 'কালীঘাটের কাকু'কে আদালতে পেশের নির্দেশ
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর-গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ । চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কোর্টে আনতেই বিক্ষোভে বাংলাদেশী সংখ্যালঘুরা। বিক্ষোভের মুখে আড়াই ঘণ্টা প্রিজন ভ্যান থেকে নামাতেই পারল না পুলিশ। বাংলাদেশি সংখ্যালঘুদের বিক্ষোভ, ঢাকা পুলিশের লাঠিচার্জ।