Calcutta High Court: জাতীয় পতাকার অবমাননার অভিযোগ, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট হাইকোর্টের
Calcutta High Court: জাতীয় পতাকার অবমাননার অভিযোগ, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের । ৬ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব। ১৫ অগাস্ট বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ। ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। 'তারা জেলে ৩ বেলা খাবার পাবেন, তারপর ৫ হাজার টাকার বন্ডে জামিন পেয়ে স্বাধীনতা সংগ্রামীর মতো ঘুরবেন এটা হয় না'। মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির জাতীয় পতাকার অবমাননা গ্রহণযোগ্য নয়, মন্তব্য প্রধান বিচারপতির। 'পুলিশ তদন্ত করে জানুক কেন এই ঘটনা ঘটেছে'। 'এদের বিরুদ্ধের আগে থেকে কোন মামলা আছে কি ? কোন ক্রিমিনাল রেকর্ড আছে কি ? 'ধৃতরা কোন জেলে আছে ? প্রশ্ন প্রধান বিচারপতির। ধৃতরা চুঁচুড়া জেলে আছে জানাল রাজ্য। চুঁচুড়া খুব আরামদায়ক জায়গা, এদের মুর্শিদাবাদ বা মালদায় পাঠিয়ে দেব, মন্তব্য প্রধান বিচারপতির । সত্যি খুঁজে বের করুন ,রাজনীতির রং দেবেন না, মন্তব্য প্রধান বিচারপতির