TMC Allegation: তৃণমূলের ব্রিগেডে যোগ দিতে আসা কর্মীদের জন্য বিশেষ ট্রেনের আর্জি খারিজের অভিযোগ
তৃণমূলের ব্রিগেডে যোগ দিতে আসা কর্মীদের জন্য বিশেষ ট্রেনের আর্জি খারিজের অভিযোগ। '১০ মার্চ জনগর্জন সভাকে ভয় পাচ্ছে বিজেপি। আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে দলীয় কর্মীদের কলকাতায় আনতে বিশেষ ট্রেনের আবেদন খারিজ। সিকিওরিটি ডিপোজিট নিয়েও পরিষেবাগত সমস্যার কারণ দেখিয়ে আবেদন খারিজ। জনগর্জন সভার ৬দিন আগে থেকে বিজেপির জমিদারদের পা কাঁপছে। দিল্লিতেও ধর্নার জন্য বিশেষ ট্রেন বাতিল করে তৃণমূলকে রুখতে পারেনি'। কেউ আমাদের রুখতে পারবে না, এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের। রেক না থাকায় এই সিদ্ধান্ত, এর সঙ্গে রাজনীতিকে না জড়ানোই ভাল, প্রতিক্রিয়া পূর্ব রেলের। জনগর্জনের বদলে বর্ষণ হবে বুঝে গিয়েছে তৃণমূল, ওদের অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে, প্রতিক্রিয়া বিজেপির।


















