(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Live: তৃণমূলে ফিরেই বনগাঁর দায়িত্ব পেলেন অর্জুন।Bangla News
তৃণমূলে ফিরেই বনগাঁর দায়িত্ব পেলেন অর্জুন। বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্বে অর্জুন। অর্জুনকে বনগাঁর দায়িত্ব নিতে হবে, বলেছে ম্যানেজ করে নেব। ক্লিয়ার করে বলছি না জেলা থেকে সাফ করে দিতে হবে উত্তর ২৪ পরগণায় যেন পাঁচে পাঁচ হয়।‘ অর্জুনকে প্রথম দায়িত্ব দেওয়ার পর বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের।
ব্যারাকপুরের দায়িত্বে শুভেন্দু অধিকারী। ২৫ মে ব্যারাকপুরে বৈঠক করবেন শুভেন্দু:সূত্র। জেলা স্তরে বিজেপির ভাঙন আটকাতেই শুভেন্দুকে ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ তৃণমূলের যোগ দেওয়ার পরদিনই বৈঠক। ব্যারাকপুরের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি কি হবে তা ঠিক করতে ডাকা হয় এই মিটিং। বৈঠকে উপস্থিত অমিত মালব্য, সুকান্ত ও শুভেন্দু অধিকারী। দিল্লি থেকে ভার্চুয়ালে যোগ দিলীপ ঘোষের।
ফের আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। বঞ্চনার অভিযোগে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি বিজেপি সাংসদের। ‘উত্তরবঙ্গ ভাবতে শুরু করেছে, জঙ্গলমহল রাজ্য কেন চাইব না? বাংলার বাসিন্দাদের সঙ্গে থাকব, কিন্তু উন্নয়নের জন্য কি পাচ্ছি? কেন্দ্রের কাছে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি জানাব। ২৩টি জেলা ভেঙে ৪৬টি জেলার কথা বলা হলে কেন জঙ্গলমহল রাজ্য নয়?’ রাঢ়বঙ্গ নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।