Ananda Sakal 3: ৩৪ ঘণ্টা পর উঠল ঘেরাও, নির্বাচনের দাবিতে অনড় মেডিক্যাল কলেজের পড়ুয়ারা
প্রায় সাড়ে ৩৪ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ-সহ বিভাগীয় প্রধানরা। তবে ঘেরাও উঠলেও, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনড় চিকিৎসক পড়ুয়ারা। আজ দুপুর ২টো পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানোর পাশাপাশি, আন্দোলনকারী চিকিত্সক পড়ুয়াদের হুঁশিয়ারি, বিক্ষোভকারীদের হেনস্থাকারী অধ্যাপকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এবং গতকাল ঘেরাও চলাকালীন সেন্ট্রাল ল্যাবরেটরি কী কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকল, তার জবাব না পেলে, আজ থেকেই অনশন শুরু করবেন তাঁরা। অন্যদিকে, রাতে ঘেরাওমুক্ত হলেও এখনও মেডিক্যাল কলেজেই রয়েছেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ-সহ বেশ কয়েকজন বিভাগীয় প্রধান। আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে তাঁরা আশাবাদী বলে জানিয়েছেন।
![আইডিয়াজ় অফ ইন্ডিয়া সামিট ২০২৫ I Minute, Infinite... I ২১ ও ২২ ফেব্রুয়ারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/891b583969c37f339bbe943f326a51931739462383174894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Cyber Scam : 'সাইবার প্রতারণায় ধৃত ৩ জামতাড়া গ্যাংয়ের সদস্য !', চাঞ্চল্যকর রিপোর্ট পেশ ADG-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/6af300b813e24203917678f0f38bf5951739457788388535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Budge Budge : চা গুদামের ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। বজবজে তুলকালাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/49f63b7559f9a6ae39e15bd3cbc006871739456381817535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Budge Budge News: সিন্ডিকেট বিবাদে বজবজে তুলকালাম। ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র এলাকা।গ্রেফতার ৮](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/f3138643ac22fd8439fd5bb3911787a41739455788500535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Abhishek on Fake Voter : অনলাইনে ভুয়ো ভোটার নথিভুক্তকরণ বাড়াচ্ছে উদ্বেগ। '২৬-এর ভোটের আগে সরব অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/24d62736aac84474b84f13a9b876b0e01739455402457535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)