Anubrata Mondal: বীরভূমে এবার 'বাঘ'-'সিংহের' লড়াই! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কলকাতায় ডেকে আলাদা বৈঠক করে হুঁশিয়ারিই সার! বীরভূমে এবার 'বাঘ'-'সিংহের' লড়াই! AI ভিডিওতে কেষ্টকে জড়িয়ে ধরছে বাঘ! পাল্টা AI ভিডিওতে কাজলের সঙ্গী সিংহ! কলকাতায় 'শান্তি' বৈঠকের পরেই জোড়া ভিডিও ভাইরাল
আরও খবর...
ছাব্বিশের আগে উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে শাসক কোন্দল। 'পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে?' 'কেন পার্থ ভৌমিকের কথা মতো জেলার কাজ চলবে?' জেলা সভাপতির সামনে পার্থ ভৌমিককে সম্পর্কে ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের । দিল্লি যাওয়ায় বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম বৈঠকে থাকতে পারেননি মমতা ঠাকুর । জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসকে বৈঠক পিছনোর অনুরোধ মমতা ঠাকুর। পার্থ ভৌমিকের নির্দেশে ওই বৈঠক হয়ে গেছে, মমতা ঠাকুরকে জানান বিশ্বজিৎ দাস। ঘটনা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। 'এই নিয়ে জেলা সভাপতি কথা বলবেন' ।
বিতর্ক এড়িয়ে প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের।


















