Arms recovery: কার্তুজ উদ্ধারকাণ্ডে নতুন তথ্য! হলদিয়া থেকে আনা হচ্ছিল এই বিপুল পরিমাণ কার্তুজ
ABP Ananda Live: ধর্মতলায় ১২০ রাউন্ড কার্তুজ উদ্ধারকাণ্ডে নতুন তথ্য। হলদিয়া থেকে আনা হচ্ছিল এই বিপুল পরিমাণ কার্তুজ। এই বিপুল রাউন্ড কার্তুজ কে দিল ধৃত যুবক রামকৃষ্ণ মাঝিকে? কোথায় যাচ্ছিল এই বিপুল পরিমাণ কার্তুজ? এই জোড়া প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া কার্তুজের মধ্যে ১০০টি হল 8 MM পিস্তলের কার্তুজ। ২০টি উদ্ধার হওয়া কার্তুজ 7.65mm পিস্তলের কার্তুজ। ধৃত রামকৃষ্ণ মাঝি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। ২৬ বছরের এই যুবকের কাছ থেকে উদ্ধার হওয়ায় মেচেদার বাসের টিকিট ঘিরেও ধোঁয়াশা।
বিকাশভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক শেষ, মিলল রফাসূত্র ?
বিকাশভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক শেষ। পরীক্ষা না দিয়ে কীভাবে স্কুলের চাকরিতে বহাল ? মিলল রফাসূত্র ? বিকেল ৪.৩০: চাকরিহারা শিক্ষকদের সাংবাদিক বৈঠক।বিকাশভবনে চাকরিহারা শিক্ষক-সরকারের দেড় ঘণ্টার বৈঠক। ৩১ মে-র মধ্যে SSC-কে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের। দেড় ঘণ্টার বৈঠক, সন্তুষ্ট চাকরিহারা শিক্ষকরা ? মিলল সমাধানসূত্র ? বিকাশভবনে ৬ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক ।


















