Art Competition: রং-তুলিতে জ্যোতি স্মরণ, নিউটাউনে তাঁর নামাঙ্কিত গবেষণাকেন্দ্রে হল বসে আঁকো প্রতিযোগিতা
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে স্মরণ করে নিউটাউনে তাঁর নামাঙ্কিত গবেষণাকেন্দ্রে হল বসে আঁকো প্রতিযোগিতা। যাতে অংশ নিল প্রায় আড়াইশো ছাত্রছাত্রী। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম নেতা রবীন দেব-সহ বিশিষ্টরা। টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের শাসনভার ছিল তাঁর হাতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসের এক সপ্তাহ আগে তাঁর স্মরণে, হল বসে আঁকো প্রতিযোগিতা। নিউটাউনে জ্যোতি বসুর সমাজচর্চা ও গবেষণা কেন্দ্র প্রাঙ্গনে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিল প্রায় আড়াইশো শিশু-কিশোর পড়ুয়া। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১৬তম প্রয়াণদিবস। রং-তুলির শিল্পসৃষ্টিতে পশ্চিমবঙ্গের একসময়ের কান্ডারিকে জানানো হল শ্রদ্ধা। যেখানে উপস্থিত ছিলের জ্যোতি বসুর একসময়ের সতীর্থ ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম নেতা রবীন দেব। জ্যোতি বসু স্মরণে আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী দীপালি ভট্টাচার্যর মতো বিশিষ্টরা। কচিকাঁচা থেকে কিশোরদের শিল্পসৃষ্টিতে নতুন বছরের দ্বিতীয় রবিবার এক অন্য রূপ পেল নিউ টাউনে জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষেণা কেন্দ্র।




















