Asansol: আসানসোলের সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি কাণ্ডে গ্রেফতার। Bangla News
অনুব্রতর জামিন চেয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি-চিঠিকাণ্ডে গ্রেফতার বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়। রাতে ধৃত আইনজীবীর বড়নীলপুরের বাড়িতে তল্লাশি চালায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। এর আগে মেমারির রসুলপুর থেকেও এক ব্যক্তিকে আটক করা হয়। অন্যদিকে, ধৃত আইনজীবীকে আজ আসানসোলের এসিজেএম আদালতে তোলা হবে। পুলিশের দাবি, বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের হেড ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ ছিল আইনজীবী সুদীপ্ত রায়ের। তার জেরেই বাপ্পার নামে তিনি আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি-চিঠি পাঠান।



















