Bangla Bandh: মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করায় বিজেপির বিরুদ্ধে আক্রমণে অভিষেক | ABP Ananda LIVE
ABP Ananda Live: 'কেন সন্দীপ ঘোষ গ্রেফতার হয়নি, সিবিআইকে জবাব দিতে হবে', 'ক্ষমতা থাকলে কড়া ধর্ষণবিরোধী আইন আনুন', 'দেশে কড়া ধর্ষণবিরোধী আইন এলে, সবথেকে বেশি গ্রেফতার হবে বিজেপির থেকে', 'নারী সুরক্ষার কথা আমাদের বিজেপির কাছ থেকে শিখতে হবে?', '১০০ দিনের টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনার আন্দোলন করেছিল তৃণমূল', 'দাবি এক দফা এক, ধর্ষণবিরোধী আইন', 'রাতারাতি এরা নোটবন্দি, লকডাউন করতে পারে, তাহলে ধর্ষণবিরোধী আইন আনে না কেন?','সিবিআই ১৪ দিন ধরে ধর্ষণ-খুনের তদন্ত করছে', 'আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, তদন্তে কী করেছে সিবিআই?', 'ধর্ষণবিরোধী আইন প্রণয়ন না করলে, তিনমাসের মধ্যে দিল্লিতে বড় আন্দোলন', 'ধর্ষণবিরোধী কঠোর আইনের দাবিতে দলগতভাবে আমরা দিল্লিতে চিঠি লিখব', 'কেন্দ্র আইন না আনলে, প্রাইভেট মেম্বার বিল এনে, আইন প্রণয়নের চেষ্টা করব', 'কলেজ ভোটে মেয়েদের জন্য ৫৫ শতাংশ আসন সংরক্ষণ করার ব্যবস্থা করব ', আজকের সভায় বললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।