Bangladesh News: শান্তির নোবেল প্রাপকের দেশে অশান্তির দুচোখের পাতা এক করতে পারছে না হিন্দুরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশে নৈরাজ্যের আগুন, প্রতিবাদে অসমে বিক্ষোভ। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে 'বাংলাদেশ চলো' অভিযান। করিমগঞ্জ সীমান্তে বিক্ষোভ।
আরও খবর..
৮ দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আগামীকাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর জামিন-মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে। গত সোমবার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। এখনও পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ৫ জন। চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। তার আঁচ এপার বাংলাতেও। এই আবহেই আগামীকাল চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি রয়েছে। জামিন পাবেন ইসকনের সন্ন্যাসী? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।
হাতিয়াড়ায় জমির মালিককে মারধরের অভিযোগ উঠল প্রোমোটারের দলবলের বিরুদ্ধে। জমির মালিক শামিম আখতারের দাবি তাঁর থেকে ৫ কাঠা জমি কিনেছিলেন অভিযুক্ত প্রোমোটার। কিন্তু, রেজিস্ট্রি হওয়ার আগেই ওই জমিতে কাজের জন্য সরঞ্জাম রাখতে শুরু করে প্রোমোটারের লোকজন। তাতে আপত্তি জানানোয় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জমির মালিকের দাবি, বাড়িতেও চড়াও হয় প্রোমোটারের দলবল। ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।