Barakar Custodial Death: বরাকরে 'পুলিশের মারে' জখম আরও এক যুবক, ভর্তি হাসপাতালে
পশ্চিম বর্ধমানের বরাকরে (Barakar) পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ উঠল। অভিযোগ, পুলিশ হেফাজতে মারধরের কারণে আরও এক যুবক আহত অবস্থায় ভর্তি কুলটির (Kulti) এক বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে আরমান আনসারি নামে এক যুবকের। আরও এক যুবক শ্যামল বাউড়ি ভর্তি আসানসোল জেলা হাসপাতালে।
আরমান আনসারি, শ্যামল বাউড়ি সহ চারজনকে চুরির অভিযোগে আটক করে পুলিশ। আরমানের পরিবার পুলিশের বিরুদ্ধে ছেলেক পিটিয়ে খুনের অভিযোগ করেছেন। গতকাল পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে কুলটির বরাকর।
ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। ঘটনায় সাসপেন্ড করা হয়েছে বরাকর ফাঁড়ির আইসি অমরনাথ দাস এবং কুলটি থানার সাব-ইনস্পেক্টর প্রশান্ত পালকে।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)