Fake Voters: মঙ্গলকোট ও বারুইপুরে ভুয়ো ভোটার, তালিকায় আছে, বাস্তবে নেই! ABP Ananda Live
ABP Ananda live: মঙ্গলকোট ও বারুইপুরে ভুয়ো ভোটার। খুঁজে দেখল এবিপি আনন্দ। ভোটার তালিকায় নাম জ্বলজ্বল করছে। কোথাও রাখি খাতুন, বিউটি খাতুন। আবার কোথাও আবদুল রহমান সর্দার, সাকিব খান, ফতেমা বিবি। নামের পাশাপাশি রয়েছে পরিচয়, ঠিকানা, বয়স, EPIC নম্বর-সহ সব তথ্য। কিন্তু
বাস্তবে সেই বুথে এরকম কোনও ব্যক্তিবিশেষের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকী যারা সংশ্লিষ্ট এলাকায় ৪-৫ দশক ধরে বাস করছেন, তারাও এইসব নামের ভোটারদের চিনতে পারছেন না। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভা ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভায় এরকম ভুতূড়ে ভোটারের হদিশ পেল এবিপি আনন্দ।
বিহারে প্রথম দফার ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর বাদ যাওয়া ৬৫ লক্ষের মধ্যে
৩৬ লক্ষের বেশিই এমন ভোটার ছিল যারা হয় পাকাপাকিভাবে স্থানান্তর করেছেন অথবা এলাকায় গিয়ে তাদের কোনও খোঁজ মেলেনি। বাংলার ক্ষেত্রে তাহলে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এই প্রশ্ন উঠছে।






















