Student Death: স্কুলছাত্রকে মারল পে লোডার, পুলিশকে ঘিরে বিক্ষোভ। ABP Ananda Live
মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বাঁশদ্রোণীতে স্কুলছাত্রকে পিষে মারল পে লোডার। রাস্তা সারাই চলাকালীন দুর্ঘটনা। পাটুলি থানার ওসি-কে আটকে রেখে, কাদাজলে নামিয়ে বিক্ষোভ।
পে লোডারের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে ক্ষোভে ফুঁসছে বাঁশদ্রোণি। স্থানীয়দের দাবি, প্রায় ৫ বছর ধরে ভাঙাচোরা রাস্তা, সারানো হলেও রাস্তার হাল ফেরে না। ১৫ বছর ধরে ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার। তিনি কী করছেন? দুর্ঘটনার খবর পেয়েও কেন আসেননি? কোথায় স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাস, সাংসদ সায়নী ঘোষ? প্রশ্ন স্থানীয়দের। ঘটনাস্থলে গেলে কাদাজলে দাঁড় করিয়ে রাখা হয় পাটুলি থানার OC-কে। ধাক্কাধাক্কিও করা হয়। তাঁর এলাকা নয়, তাহলে কার নির্দেশে এসেছেন? পাটুলি থানার OC-কে ঘেরাও করে প্রশ্ন তোলে ক্ষুব্ধ জনতা। OC-কে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে স্পেশাল ফোর্স। কলার ধরে আটকায় উত্তেজিত জনতা। ফের বিক্ষোভের মুখে পাটুলি থানার OC.