Belda College: বেলদা কলেজে ছাত্র সংঘর্ষে! কী পরিস্থিতি? ABP Ananda Live
ABP Ananda Live: বেলদা কলেজে ছাত্র (Belda College Clash) সংঘর্ষে উত্তাল-পরিস্থিতি, ভাঙচুর বেলদা কলেজের ছাত্র সংসদের তৃণমূলের ইউনিয়ন অফিস। জখম দুই কলেজের ১২ জন পড়ুয়া। তাঁদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, পরীক্ষা দেওয়ার জন্য খড়গপুর কলেজের পড়ুয়ারা বেলদা কলেজে এসেছিলেন। এদিন ছিল, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। অভিযোগ, আজকের পরীক্ষা শেষ হলে বেলদা কলেজের ছাত্র সংসদের অফিসে খড়্গপুর কলেজের ছাত্ররা ঢুকে ভাঙচুর চালান। প্রসঙ্গত, মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢোকা নিয়ে বেলদা কলেজ এবং খড়গপুর কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়েছিল। সে জন্য গত কাল পুলিশও আসে। সাময়িক ভাবে সমস্যার সমাধান হয়েছিল বৃহস্পতিবার। কিন্তু, আজ পরীক্ষার শেষে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজের ছাত্রছাত্রীরা। হাতাহাতি এবং মারামারিতে বেশ কয়েকজনের মাথা ফেটেছে বলে অভিযোগ। তাঁদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।। ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ এবং বেলদার এসডিপিও রিপন বাউল। তবে কলেজ কর্তৃপক্ষের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
