NIA Arrest: একের পর এক ভুয়ো আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, নেপথ্যে কোন মডিউল? কী বললেন প্রাক্তন সেনাকর্তা ?
ABP Ananda LIVE: ১ মার্চ বেঙ্গালুরুতে বিস্ফোরণ, বাংলায় কোথায় কোথায় লুকিয়ে ছিল জঙ্গিরা?১০ মার্চ কলকাতায়, ২৪ মার্চ কোথায় ছিল সন্দেহভাজন আইএস জঙ্গিরা? দিঘা থেকে দার্জিলিং, কলকাতা থেকে পুরুলিয়া-রুট ম্যাপে একাধিক 'মিসিং লিঙ্ক' । ২৮ মার্চ দিঘাগামী বাসে ওঠার পরেও ১১ এপ্রিলের মধ্যরাতে গ্রেফতার । মাঝের প্রায় ১৪ দিন কোথায় ছিল সন্দেহভাজন আইএস জঙ্গিরা? আধার কার্ডে এত কড়াকড়ি, তাও কীভাবে জঙ্গি-হাতে রাশি রাশি সিম কার্ড? ধৃত ২ সন্দেহভাজন জঙ্গির হাতে কীভাবে এল ৩৫টি সিম কার্ড? একের পর এক ভুয়ো আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, নেপথ্যে কোন মডিউল?কাদের সাহায্যে বাংলা জুড়ে সন্দেহভাজন জঙ্গিদের অবাধ বিচারণ? ১ মাস ধরে বাংলা জুড়ে আত্মগোপন, কিছুই জানতে পারল না পুলিশ?বিস্ফোরণের ১১দিন পরে চেন্নাই থেকে ট্রেনে কলকাতায় আসে জঙ্গিরা: সূত্র ধৃতদের আধার কার্ডে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের ঠিকানা
ধৃতদের কাছ থেকে উদ্ধার ভিপিএন মেশিন, ৩টি ল্যাপটপ, মোবাইল ফোন । বিস্ফোরণের সময় জঙ্গিদের ব্যবহার করা জুতো মিলল দিঘার হোটেলে