Bhangar News: ভাঙড়ে মৃত্যুর ঘটনায় ২জনকে গ্রেফতার করল পুলিশ। ABP Ananda Live
ABP Ananda Live: ভাঙড়ে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় ২জনকে গ্রেফতার করল পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৬-৭জনকে চিহ্নিত করা গেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। খোঁজ চলছে বাকিদের।
থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে, ভাঙড় বাজারে রবিবার ভোররাতে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয় এক ব্যক্তিকে। সেই ঘটনায় এবার ২জনকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, নাইটগার্ড থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরি হওয়ায় তক্কে তক্কে ছিলেন এলাকার লোকজন। রবিবার ভোররাতে আজগর মোল্লাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় কয়েকজনের। তারপরই ওই ব্যক্তিকে ভাঙড় বাজারের এই দোকানের সামনে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনাস্থলেই মৃত্যু হয়, ভাঙড়ের ফুলবাড়ির বাসিন্দা, ৫০ বছরের আজগর মোল্লার। কলকাতা পুলিশ সূত্রে দাবি, যেখানে ব্যক্তিকে মারধর করা হয়, তার উল্টোদিকে একটি কাপড়ের দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরায় গোটা ঘটনার ছবি ধরা পড়ে। মারধরের ঘটনায় CC ক্যামেরার ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে ৬ থেকে ৭জনকে চিহ্নিত করা হয়। তাঁদের মধ্যেই রবিবার ২জনকে আটক করা হয়েছিল, পরে যাদের গ্রেফতার করা হয়।