Bhangar Incident : ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতির হত্যা, গ্রেফতার আরও ৩
ABP Ananda LIVE : ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতির খুনের ঘটনায় গ্রেফতার আরও ৩ । এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। গতকালই খুনের মাস্টারমাইন্ড তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। আজ গ্রেফতার করা হয় আজহারউদ্দিন মোল্লা, জাহান আলি খান ও রাজু মোল্লাকে। আজহারউদ্দিন মোল্লা মাসকয়েক আগে সওকত মোল্লার হাত ধরে ISF থেকে তৃণমূলে যোগ দেন।
ঠাকুরপুকুরের উদয়ন পল্লিতে জলে ডুবে যুবকের মৃত্যুকাণ্ডে খুনের অভিযোগ পরিবারের। গত শনিবার এখানে জলে ডুবে একজনের মৃত্যু হয়। পরিবারের দাবি, মৃত অমিত ভাণ্ডারী ভাল সাঁতার জানতেন। স্থানীয় সূত্রে খবর, শনিবার বন্ধুদের সঙ্গে পুকুর পাড়ে বসে মদ খাচ্ছিলেন অমিত। পরিবারের অভিযোগ, মদের আসরে বচসার জেরে অমিতকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। প্রশ্ন উঠছে, দিনে-দুপুরে পাড়ার মধ্যে কীভাবে মদের আসর বসেছিল? স্থানীয়দের অভিযোগ, এমন হামেশাই ঘটে, পুলিশকে জানিয়ে কাজ হয়নি। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা



















