Bharat Bandh Issue: জোড়াসাঁকো থানার OC-কে চড়, SFI নেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে তলব
ABP Ananda LIVE : কলেজ স্ট্রিটে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের বচসা, জোড়াসাঁকো থানার OC-কে চড়কাণ্ডে FIR দায়ের। তলব করা হয়েছে SFI নেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে। গতকাল নোটিস পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জোড়াসাঁকো থানায় হাজিরার নির্দেশ। কর্তব্যরত পুলিশ কর্মীকে কাজে বাধা-সহ একাধিক অভিযোগে জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু।
এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রাথমিকে ও সেচ দফতরে চাকরি দেওয়ার নামে 'প্রতারণা' সিঁথি থানার ASI-এর। কনস্টেবল থাকাকালীন অভিযুক্ত ASI নিজের ভাইপোর কাছ থেকে ১২ লক্ষ টাকা চান বলে অভিযোগ। এক পরিচিতকে সেচ দফতরে চাকরি দেওয়ার নামেও প্রতারণা ওই ASI প্রতারণা করেন বলে অভিযোগ। চাকরিপ্রার্থীকে সরকারি দফতরে নিয়ে গিয়ে ২২ হাজার টাকা স্টাইপেন্ড পাইয়ে দেন বলেও অভিযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। পারিবারিক বিবাদের কারণে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা, দাবি অভিযুক্ত পুলিশ কর্মীর।


















