Bidhannagar News: বিধাননগরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, গ্রেফতার ২ | ABP Ananda Live
ABP Ananda LIVE: বিধাননগরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২। ১১ অক্টোবর: গৌতম প্রামাণিক নামে ৪৫ বছরের ব্যক্তিকে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবী সংস্থার গাড়ি চালকের সঙ্গে গন্ডগোলের জের । গন্ডগোলের জেরে ওই ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ । গতকাল রাতে SSKM হাসপাতালে মৃত্যু আহতের । ঘটনার পর ১৪ তারিখ বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।
রায়দিঘিতে পুজোর উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে শুভেন্দু । মন্দিরবাজারে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে 'গো ব্যাক' স্লোগান মহিলাদের। মথুরাপুরে কালীপুজোর উদ্বোধনে যাওয়ার পথে মন্দিরবাজারে বিক্ষোভ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর একাংশের। তৃণমূল নেত্রী রেখা কাজির নেতৃত্বে বিক্ষোভের অভিযোগ।এদিন শুভেন্দু বলেন, আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে। গাড়ির সামনে দাঁড়িয়ে...আমার গাড়িতে এসে ধাক্কা মারছে।আজকে আমি ধর্ম পালন করতে এসেছি। আমি আজকে বিজেপি করতে আসিনি। হিন্দুধর্ম পালন করতে আসছি। মায়ের দর্শন করতে এসেছি, বাধা দিচ্ছে কারা ? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন, আজকে ভারতবর্ষ হিন্দুস্থান, আজকে যদি আমার মতো, আমার সঙ্গে ২০ জন সিকিউরিটি থাকে, আমি বিরোধী দলনেতা। আমি চলে যাব। পুলিশ চলে যাবে। আপনারা কোথায় আছেন আজকে ? ' উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন, মহেশতলায় গিয়েও বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতি নিয়ে মহেশতলায় যান বিরোধী দলনেতা। সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।


















