Birbhum BJP : বীরভূমের পদ্ম শিবিরে ফের বিদ্রোহ! এবার দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন দুই BJP নেতা| Bangla News
ফের বীরভূমে বিজেপির (BJP) হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক। এবার গ্রুপ ছাড়লেন জেলার সহ সভাপতি উত্তম রজক ও জেলা সম্পাদক অরিন্দম মুখোপাধ্যায়। জেলা সহ সভাপতির দাবি, অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক হয়ে পড়ায়, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত। জেলায় বিজেপির সংগঠন দুর্বল হয়ে পড়েছে বলেও দাবি করেন জেলা সহ সভাপতি। জেলা সাধারণ সম্পাদক জানিয়েছেন, জেলা সভাপতি ধ্রুব সাহা ও দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহার আচরণে ক্ষুব্ধ হয়েই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ। বিজেপির জেলা সভাপতি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়াকে গুরুত্ব দিতে নারাজ দুবরাজপুরের বিজেপি বিধায়ক। তৃণমূলের কটাক্ষ, বিজেপি হোয়াটসঅ্যাপ গ্রুপ নির্ভর দলে পরিণত হওয়ায় এই ভাঙন।






















