Birbhum News: বীরভূমের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া কয়লাখনিতে বিস্ফোরণ মৃত ২ জন।
Birbhum Update: বীরভূমের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া কয়লাখনিতে বিস্ফোরণ মৃত ২ জন। গুরুতর জখম আরও ৩ জন। আজ সকালে কয়লা উত্তোলনের সময় দুর্ঘটনা ঘটে।
আরও খবর,
পার্কস্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত এসআই। গতকাল থানার রেস্টরুমে মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ ওঠে এসআই অভিষেক রায়ের বিরুদ্ধে। কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথ ও পার্ক স্ট্রিট থানার ওসি-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগ পাওয়ার পরেই ক্লোজ করা হয় তাঁকে। অভিষেক রায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়। আজ গ্রেফতার করা হয়েছে ২০০৯ ব্যাচের এই পুলিশ অফিসারকে। নাবালিকার মৃত্যুর পরে আজও থমথমে জয়নগরের মহিষমারি ও কুলতলি। অশান্তি এড়াতে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে কড়া নিরাপত্তা কুলতলি ও জয়নগরে। জায়গায় জায়গায় পুলিশ পিকেটিং করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে র্যাফ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিশ। এখনও ক্ষোভে ফুঁসছে নাবালিকার পরিবার। তাঁর পাড়াতেও শোকের ছায়া।