Birbhum Violence: ভাদু শেখের পাড়া থেকেই শুধু নয়, দুষ্কৃতীরা এসেছিল অন্য জায়গা থেকেও, সিবিআইয়ের হাতে নতুন তথ্য। Bangla News
রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের হাতে নতুন তথ্য। সূত্রের খবর, তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন শুধু বগটুইয়ের পূর্বপাড়ায় ভাদু শেখের পাড়া থেকে নয়, অন্য জায়গা থেকেও দুষ্কৃতীরা এসেছিল। এক ধৃতকে নিয়ে এদিন বগটুইয়ের পশ্চিমপাড়ায় যান কেন্দ্রীয় গোয়েন্দারা। একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়।
পাশাপাশি, রামপুরহাট হত্যাকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ-সহ ৮ জনের ডিএনএ নমুনা পাঠানো হল দিল্লিতে CFSL-এ। ওই নমুনা মৃতদের ডিএনএ-এর সঙ্গে মিলিয়ে দেখা হবে। স্বজনহারা পরিবারগুলি অভিযোগ করে, তাদের দিয়ে দেহ শনাক্ত না করেই শেষকৃত্য সেরে ফেলা হয়। তার প্রেক্ষিতেই স্বজনহারাদের ডিএনএ নমুনা মিলিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)