Dilip on Waqf: 'মালদায় চলে যেতে হচ্ছে প্রাণ বাঁচাতে, দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি', খোঁচা দিলীপের
ABP Ananda LIVE : 'আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি', মুর্শিদাবাদকাণ্ডে মন্তব্য দিলীপের। 'কাশ্মীরের লোকেদের দেখেছি কাশ্মীরেই ফিরতে। অথচ বাংলার লোকেরা বাংলা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদের লোক মালদায় চলে যেতে হচ্ছে প্রাণ বাঁচাতে।'
Mehul Choksi arrested : বেলজিয়ামে গ্রেফতার দেশের বৃহত্তম ব্যাঙ্কিং প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসি
ঋণখেলাপি মেহুল ও নীরব তারপর থেকেই পলাতক। এই দুই হিরে ব্যবসায়ীর ঋণ-কেলেঙ্কারি ও দেশ ছেড়ে পালানো নিয়ে রাজনৈতিক আকচাআকচিও কম হয়নি। বারবার মোদি সরকারকে নিশানা করেছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, মোদি সরকার জেনেবুঝেই মেহুল চোকসিকে পালানোর রাস্তা করে দিয়েছিল। ভারতে প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসি কি তাহলে বহাল তবিয়তে বিদেশে থেকে যাবেন? এই প্রশ্ন উঠেছিল বারবার। অবশেষে ভারত সরকারের অনুরোধে বেলজিয়াম থেকে গ্রেফতার হলেন ৬৫ বছরের পলাতক হিরে ব্যবসায়ী। জানা যাচ্ছে, ২০২১ সালে মেহুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছে 'ঋণখেলাপি' হিরে ব্যবসায়ীকে। তবে, স্বাস্থ্যগত ও অন্যান্য কারণ দেখিয়ে চোকসি জামিন চাইবেন বলে মনে করা হচ্ছে।



















