TMC News : 'পশ্চিমবঙ্গের পুলিশ কী গুজরাতের মুখ্যমন্ত্রী পরিচালনা করেন?', মমতাকে তোপ শমীকের
ABP Ananda LIVE : 'যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতেন রক্ত ঝরাতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্য। আজ মুখ্যমন্ত্রী বলছেন ভুলিয়ে দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গের পুলিশ কী গুজরাতের মুখ্যমন্ত্রী পরিচালনা করেন নাকি অমিত শাহ? আজ নিচুতলার পুলিশের দিকে আঙ্গুল তুলছেন? উপরতলার পুলিশের মানিব্যাগ চেক করুন দু-তিনটে করে ক্রেডিট কার্ড পাবেন। তাঁদের সম্পত্তির পরিমান দেখুন। গোটা পশ্চিমবঙ্গ খোলা বাজার হয়ে গেছে', আক্রমণ শানালেন শমীক ভট্টাচার্য।
ট্যাবের পর এবার কন্যাশ্রী নিয়েও হ্যাকিং-শঙ্কা রাজ্যের। সতর্ক করে জেলাশাসককে একাধিক নির্দেশিকা নারী ও শিশু কল্যাণ দফতরের। জেলাশাসক ছাড়াও সব জেলার সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরকে ৬ দফা নির্দেশিকা জারি। যে সব অ্যাকাউন্টে হ্যাকের আশঙ্কা আছে সেগুলির পাসওয়ার্ড বদলানোর নির্দেশ। 'হ্যাকিং-রোধী যাবতীয় সুরক্ষা নিশ্চিত করতে হবে জেলা প্রশাসনকে'। 'নিয়মিত স্ক্যান করতে হবে কম্পিউটার'। 'পাসওয়ার্ড-সহ কোনও ক্রেডেনশিয়াল ওয়েব পেজে সেভ করে রাখা যাবে না'। নির্দেশিকা জারি নারী ও শিশু কল্যাণ দফতরের।