BJP News: 'এটা সামাজিক ন্যায় বিচার নয়, সংরক্ষণ দিয়ে ধর্মীয় তোষণের চেষ্টা', প্রতিক্রিয়া সুকান্তর
ABP Ananda Live: '৭৬টি মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকায় যুক্ত করার চেষ্টায় ধাক্কা'। 'এটা সামাজিক ন্যায় বিচার নয়, সংরক্ষণ দিয়ে ধর্মীয় তোষণের চেষ্টা'। 'হাইকোর্টের এই রায় তৃণমূল সরকারের ঔদ্ধত্যে সপাটে চড়'। OBC মামলায় স্থগিতাদেশ দিয়ে প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের।
খিদিরপুরে বিধ্বংসী আগুন, 'ম্যান মেড' তত্ত্ব শুভেন্দু অধিকারীর । 'খিদিরপুরে ম্যান মেড অগ্নিকাণ্ড' । 'পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে' । রাজ্যে গোটা সিস্টেম ভেঙে পড়েছে, আক্রমণ বিরোধী দলনেতার । 'মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি' । 'মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমদের মুখ্যমন্ত্রী' । 'আগুন নেভাতে না পেরে, পুলিশ-দমকলকে ঘর ভাঙতে বলছেন' । 'রাত ১টায় আগুন লাগল, দমকল এল ভোর ৪টেয়' । তৃণমূল কংগ্রেস মানে টাকা মারার কোম্পানি' । 'মুখ্যমন্ত্রীর ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে' । 'কলকাতায় র্যাকেট চলছে, ভাল জায়গায় আগুন লাগিয়ে বেচে দাও' । উনি গরিব মানুষের মুখ্যমন্ত্রী নন, ববি-সুজিত-কালিম গ্রুপের মুখ্যমন্ত্রী' । 'বিধানসভায় খিদিরপুরে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলব'


















