Sukanta Majumdar: শুভেন্দু গড়ে দলের একাংশকে নিয়ে বৈঠক সুকান্তর, প্রাক্তনের মতো বিতর্ক পিছু ছাড়ল না বর্তমানেরও
Sukanta Majumdar: শুভেন্দু অধিকারীর গড়ে এবার দলের নেতা কর্মীদের একাংশকে নিয়ে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারের এই বৈঠকে ছিলেন না বর্তমান জেলা সভাপতি ও বিধায়ক তাপসী মণ্ডল বা জেলার কোনও বিধায়ক। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন বৈঠকে সামিল বিজেপি কর্মীরা। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির পর এবার শুভেন্দু অধিকারীর গড়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন বর্তমান বিজেপি রাজ্য সভাপতি। প্রাক্তন মতো বিতর্ক পিছু ছাড়ল না বর্তমানেরও। গত ৩ জুলাই তমলুকের বুরারিহাট এলাকার একটি লজে বিজেপি নেতা কর্মীদের একাংশকে নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ। ঠিক তার দশ দিন পর শনিবার কোলাঘাটে জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি অতিথি নিবাসে ঘণ্টাখানেক বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দল পরিবারের মতো নতুন লোক আসে পুরনো লোক থাকে, সবাইকে একসঙ্গে কাজ করতে হয়। সাংসদকে অনেক জায়গায় যেতে হয় সব সময় আমার সঙ্গে দেখা নাও করতে পারেন। ৩ তারিখ দিলীপ ঘোষের বৈঠকের আয়োজনের দায়িত্বে ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ণ মাইতি। শনিবার সুকান্ত মজুমদারেরও পাশে ছিলেন তিনি। শনিবারের সভায় হাজির ছিলেন বিজেপির দুই প্রাক্তন জেলা সভাপতি নবারুণ নায়েক ও তপন বন্দ্যোপাধ্যায়। দু'জনেই হলদিয়ার বিজেপি বিধায়ক ও বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তাপসী মণ্ডলের বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত। ABP Ananda LIVE