Suvendu Adhikari: 'নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে', মমতাকে নিশানা বিরোধী দলনেতার
ABP Ananda Live: শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন, 'ওনারা সরাসরি নির্বাচন কমিশন এবং ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, একজনেরও নাম থাকবে না। ..মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির রেজিস্ট্রেশন বাতিল করা উচিত। যেভাবে তাঁরা নির্বাচন কমিশন এবং সাংবিধানিক বডিকে থ্রেট করছেন।..রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনও চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে। এবার গোটা বাংলায় হারবে।'
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া? কথায় কথায় নবান্ন অভিযান? তাহলে কথায় কথায় আপনাদের নেতাদের বাড়িতে অভিযান নয় কেন? আমরা তো এগুলো করিনি। আমি আগে বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আপনাদের গায়ে হাত দেয়নি। এবারের স্লোগান হবে জব্দ হবে, স্তব্ধ হবে।"
এদিকে, ২৮ জুলাই 'নবান্ন চলো' অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরত, শূন্যপদে নিয়োগ ও বকেয়া ডিএ- সব বিভিন্ন ইস্য়ুতে আন্দোলনে নামছেন তাঁরা। রাজ্য সরকারি চাকরিপ্রার্থী, চাকরিহারা ও চাকরিজীবীদের একাংশ এখনও রাস্তায়। চাকরির দাবিতে আন্দোলন, চাকরিহারাদের আন্দোলন, বকেয়া DA-র দাবিতে আন্দোলন, দাবিদাওয়া আদায়ে একজোট হয়ে আন্দোলনে নামছে যৌথমঞ্চ, সংগ্রামী যৌথমঞ্চ ও পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ঐক্যমঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদে নিয়োগ, বকেয়া ডিএ সব বিভিন্ন ইস্যুতে ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এই তিন সংগঠন।





















