Suvendu Adhikari : 'আমাকে ভয় দেখাতে পারবেন না, ভবানীপুরে এবারও হারাব', হুঙ্কার শুভেন্দুর
ABP Ananda LIVE : 'আমাকে ভয় দেখাতে পারবেন না, ভবানীপুরে এবারও হারাব', হুঙ্কার শুভেন্দুর। ছবিশের ভোটেও মমতা VS শুভেন্দু ? ১০ মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব। গতকাল এই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দুর হুমকি, পাল্টা ডেডলাইন হুমায়ুনের। শুভেন্দুকে ৭২ ঘণ্টার ডেডলাইন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনের । বক্তব্য প্রত্যাহারের জন্য বিরোধী দলনেতাকে ৭২ ঘণ্টার 'ডেডলাইন'।বক্তব্য প্রত্যাহার না করলে বিধানসভাতেই বুঝে নেওয়ার হুঁশিয়ারি ।বিধানসভাতেই বুঝে নেবে তৃণমূলের ৪২জন বিধায়ক, হুঁশিয়ারি হুমায়ুনের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার আরও এক ছাত্র
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার আরও এক ছাত্র। দর্শন স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়া সৌম্যদীপ মাহাতো। গতকাল সন্ধেয় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডাকা হয়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ওই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগার ঘটনায় সৌম্যদীপের যোগ রয়েছে বলে পুলিশের দাবি। অন্যদিকে, সৌম্যদীপের গ্রেফতারির দিনই জামিন পেয়েছেন যাদবপুরের প্রাক্তনী সাহিল আলি। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে আলিপুর আদালত। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে দু'দিন দেখা করতে হবে সাহিলকে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ মার্চ যাদবপুরের প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। সাহিলের মোবাইল ফোনে কথোপকথনের সূত্র ধরে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান সরকারি আইনজীবী। দু'পক্ষের সওয়াল শোনার পরে যাদবপুরের প্রাক্তনীর জামিন ম়ঞ্জুর করেন বিচারক।




















