Suvendu Adhikari: 'বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ফিরবে টাটারা',সিঙ্গুরে গিয়ে দাবি শুভেন্দু অধিকারীর
ABP Ananda Live: আলু চাষিদের বঞ্চনার অভিযোগে সিঙ্গুরে শুভেন্দু অধিকারীর সভা । 'বিজেপি ক্ষমতায় এলে অধিকার ফিরে পাবে কৃষকরা'। ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা: বিরোধী দলনেতা। 'টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে'। 'কারখানা হয়নি, ফসলও হয়নি, মাছ চাষও হয়নি'। 'শিল্প প্রতিষ্ঠান হিসেবে টাটাদের সবকিছু মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে'। কারখানা ধ্বংস করায় জমির চরিত্রও বদলে গিয়েছে: শুভেন্দু অধিকারী। 'গায়ের জোরে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে চেয়েছিলেন, তা ব্যর্থ'। 'মাত্র ৭৪৬ কোটিতে ফয়শালা করে দয়া করেছিলেন প্রয়াত রতন টাটা'।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কার্যত বিচ্ছিন্ন বাংলা-সিকিমের যোগাযোগ
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তিস্তার জলে ভেসে গেল ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়ক। রাস্তা জলের তলায়, বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বৃষ্টির পরিমাণ বাড়ছে উত্তরের জেলাগুলিতে, ফলে ধসের আশঙ্কাও রয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই এবার সত্যি হল। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। গত শনিবার ২৯ মাইলের কাছে রাস্তার অর্ধেকটা ধসে যায়। সেই সময় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছোট গাড়ি চলে নিজেদের দায়িত্বে। গতকাল থেকে ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। তিস্তার জলে ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের অংশ পুরোটাই ভেসে গিয়েছে। যান চলাচল একেবারে বন্ধ। বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বন্ধ হয়ে গিয়েছে সরাসরি যোগাযোগের পথ। অনেকটা ঘুর পথে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ করা যাচ্ছে। কালিম্পং এবং সিকিমের অবস্থা সবথেকে খারাপ। গত বছর এই ধসের কারণে ৩৯ দিন রাস্তা বন্ধ ছিল। এবছর ২৩ দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। এই আবহে বিপর্যয়ের জেরে অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ হয়ে গেল।



















