BJP News: 'মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ওনার সরকারের বিসর্জন অনিবার্য,' মমতাকে আক্রমণে শমীক
ABP Ananda LIVE : দেশের একাধিক রাজ্য বাঙালিদের উপর হেনস্থার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সব অভিযোগের উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ছাব্বিশের ভোটের আগে মুখ্যমন্ত্রীর কাছে উত্তর চাইলেন তিনি। পাশাপাশি করে দিয়ে গেলেন আজ ভবিষ্যতবাণীও। শমীক বলেন, গুলি চালিয়েছে সিপিআইএম। শহিদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির উপরে। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। তিনি শতায়ু হন। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর জীব্বদশায় কোনও দিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না।' সম্প্রতি ভিন রাজ্যে বাঙালিদের 'হেনস্থা' নিয়ে কেন্দ্রকে প্রশ্ন ছুড়েছিলেন মুখ্যমন্ত্রী। 'বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল ?..'এবার ঝাল মেটালেন শমীক ভট্টাচার্য। বললেন, 'শত্রুঘ্ন সিনহা বাংলায় বকতৃতা করবেন, আমাদের শুনতে ভাল লাগবে।' পাশাপাশি, তিনি বলেন, 'দেখুন মুখ্যমন্ত্রীর ছন্দবন্ধতা নিয়ে আমার কোনও বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী কবি। মুখ্যমন্ত্রী চিত্রকার। মুখ্যমন্ত্রীর কবি মনে কখন কী উঠে আসবে, এগুলি নিয়ে আমার কিছু বলার নেই।'



















